মন্দির সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২ আগষ্ট

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামি ২ আগষ্ট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে বিশ্বনাথ ঘোষ ও রঘুজিৎ গুহ প্যানেল এর বিপরীতে অরুপ সাহা- নির্মল দাশ প্যানেলে ১৬টি পদের বিপরীতে একজন করে প্রার্থী দিয়েছে।

সভাপতি হিসেবে বিশ্বনাথ ঘোষ ও সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ’র প্যানেল নির্বাচন প্রতিদ্বদিতা করছেন পাঁচজন সহসভাপতি যথাক্রমে অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, গোষ্ঠ বিহারী মন্ডল, দীলিপ কুমার চ্যাটার্জী, সনাতন দাশ, জীতেন্দ্রনাথ ঘোষ, যুগ্ম সম্পাদক নিত্যানদ আমিন, সহ সম্পাদক বিকাশ দাশ, সাংগঠণিক সম্পাদক প্রাণনাথ দাশ, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকার, সাহিত্য সম্পাদক দেবাশীষ বসু ওরফ শেখর, সাংস্কৃতিক সম্পাদক পলাশ কুমার দেবনাথ, অডিটর অসীম কুমার দাস সানা, প্রচার সম্পাদক সঞ্জীব কুমার ব্যাণার্জী ও দপ্তর সম্পাদক পদ কার্তিক চন্দ্র বিশ্বাস। এ প্যানেলের অধিকাংশ প্রার্থীরাই মন্দির ও হিন্দুদের নিপীড়ন নির্যাতন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বলে প্রচার রয়েছে। সেকারণে ভোটের ময়দানে তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি।

অপরদিকে সভাপতি অরূপ সাহা ও সাধারণ সম্পাদক নির্মল দাশ প্যানলে পাঁচজন সহসভাপতি হিসাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে প্রদীপ কুমার মন্ডল, নিশিকা ব্যাণার্জী, প্রাণকৃষ্ণ সরকার, দুলাল চন্দ্র ঘোষ, কমল কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র গাইন, সহসম্পাদক গৌরাঙ্গ সরকার, সাংগঠনিক সম্পাদক লব কুমার সরকার, কোষাধ্যক্ষ সদানন্দ কুমার সরকার, সাহিত্য সম্পাদক পূর্ণ চন্দ্র সরকার, সাংস্কৃতিক সম্পাদক শ্রীকান্ত দাস, অডিটর সাধন কুমার দাশ, প্রচার সম্পাদক সুকুমার অধিকারী, দপ্তর সম্পাদক শ্যামল কুমার দাশ। প্রার্থীদের মধ্যে অনেকেই নতুন মুখ।

নির্বাচনে জিততে উভয় প্যানেলের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে ভোট প্রার্থনা করছেন। সুদুর গ্রামে যেয়ে ভোট চাওয়ায় অনেক ভোটার পুলকিত হচ্ছেন। কারা হিন্দুদের জন্য করছেন সেসব হিসাব নিকাশ করছেন তারা।

নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত অ্যাড. তারক চন্দ্র মিত্র বলেন, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে কাজ করবেন গোবিন্দ প্রসাদ ঘোষ, বৈদ্যনাথ বসু, শিক্ষক আলোক কুমার তরফদার ও সুধীর কুমার নাথ। পুরাতন সাতক্ষীরা মায়ের মন্দির ২ আগষ্ট সকাল ৯টা থেকে বিকল চারটা পর্যন্ত ভোটগ্রহণের কাজ চলবে। নির্বাচনের ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত সব ধরণের প্রচার প্রচারণা চালানো যাবে। আজীবন সদস্য হিসাবে ভোটার রয়েছে দু’ হাজার ৯৫ জন। নির্বাচন শাপিূর্ণভাবে শেষ করতে নিরাপত্তাসহ সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর