সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অপরাধে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মাগুরার শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার রায় মধু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক সুপেন্দ্রনাথ রায়কে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ মে) দুপুরে মাগুরা জেলা কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
মাগুরা জেলা শাখা ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. সনজিৎ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল এবং পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি বাসুদেব কুন্ডু ও সাধারণ সম্পাদক উজ্জল দত্ত স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে শ্রীপুর উপজেলা শাখার দুই নেতার বহিস্কারের আদেশ দেওয়া হয়েছে।
মাগুরা জেলা শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/জে আই