পাবনার চাটমোহরে শুরু হলো ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (১৩ মে) সকালে চাটমোহর বালুচর খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল, মিশুক ক্রীড়া চক্রের সভাপতি আবুল কালাম আজাদ বাবলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় পাবনার সংগ্রাম ক্রিকেট ক্লাব দুই রানে সিরাজগঞ্জের শাহজাদপুর আব্দুর রহমান স্মৃতি ক্রিকেট একাদশকে পরাজিত করে।
আয়োজকরা জানান, মিশুক ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট আইসিসির নিয়মানুযায়ী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার দ্বারা পরিচালিত হচ্ছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভিন্ন জেলার ৮টি দল। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ক্লেমন।
বার্তাবাজার/এম আই