আশাশুনি উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা

সাতক্ষীরার আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুস সালাম, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আ ব ম মোছাদ্দেক, প্রভাষক ম মোনায়েম হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না ও শাহিনুর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, সমবায় অফিসার রকিবুল হক, নির্বাচন অফিসার সাইদুর রহমান, শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়ারব হোসেন, সেলিম রেজা সেলিম, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রেসক্লাব আহবায়ক বোরহান উদ্দিন বুলু, ক্যাপ্টেন এছহাক আলি, ইয়াহিয়া ইকবাল, কামরুন নাহার কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় শ্রীউলার তাছলিমকে ঢাকায় হত্যার সাথে জড়িত সাদ্দামসহ অপরাধীদের গ্রেফতার, ঘেরের মাছ চুরি, লাকি ও লাল্টু বাহিনীর দৌরাত্ব্য, সরকারি অফিসের কোন কোন কর্মচারীর দুর্নীতি, চিংড়ীতে অপদ্রব্য পুশ, মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ প্রতিরোধ, বজ্রপাত সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং বলাবাড়িয়া মৎস্য ঘেরের জমির মালিকদের জমি বুঝে দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর