ঝিনাইদহে ৩ দিন ব্যাপী ঈদ আনন্দ উৎসব শুরু

ঝিনাইদহ প্রতিনিধি: সম্মুখে ছুটেছি বাধাহীন হয়ে, যুগের পৃষ্ঠে একেছি আমরা বিজয়ের পদচিহ্ন এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অংকুর নাট্য একাডেমীর আয়োজনে ৩ দিন ব্যাপী ঈদ আনন্দ উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অংকুর নাট্য একাডেমীর সভাপতি মসলেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহলিা ভাইস চেয়ারম্যান আরতি রানী, প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কের চেয়ারম্যান খন্দকার হাফিজ ফারুক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, গণশিল্পী সংস্থার সভাপতি আব্দুস সালাম, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, জাগরণ নাট্য সংস্থার সাধারণ সম্পাদক বাবুল আক্তার লালটুসহ সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। ৩দিন ব্যাপী অনুষ্ঠানে নাটক, নাচ, গান পরিবেশন করবে জেলার ১৫টি সাংস্কৃতিক সংগঠন। বৃহস্পতিবার শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে শনিবার পর্যন্ত।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর