অর্থাভাবে চিকিৎসা বন্ধ শিক্ষকের; বাঁচার জন্য প্রয়োজন সহযোগিতা

লালমনিরহাটের সদর উপজেলাধীন পঞ্চগ্রাম ইউনিয়নের স্থায়ী বাসিন্দা শিক্ষক দিলীপ মিশ্র।দীর্ঘদিন ধরে ভুগছেন কিডনির রোগে।অর্থাভাবে বন্ধ চিকিৎসা।

শিক্ষক দিলীপ মিশ্র স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক এবং স্বনামধন্য সঙ্গীত প্রশিক্ষক।তার বাবা রংপুরের ভাওয়াইয়া রত্ন বিশিষ্ট সুরকার ও গীতিকার রবীন্দ্রনাথ মিশ্র।

বর্তমানে এই কীর্তিমান ব্যক্তি প্রায় মৃত্যুসজ্জায়।দীর্ঘদিন থেকে কিডনি জনিত সমস্যার কারনে জীবন সংকটে দিলীপ মিশ্রের।

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করছেন এই গুণী ব্যক্তি।কিন্তু চিকিৎসক জানিয়েছেন পুরোপুরি সুস্থতা লাভের জন্য শিক্ষক ও সঙ্গীত প্রশিক্ষক দিলীপ মিশ্রের কিডনি প্রতিস্থাপন করতে হবে।যার জন্য প্রয়োজন প্রায় “দশ লক্ষাধিক” টাকার।সেই সাথে চিকিৎসক আরো জানিয়েছেন এই চিকিৎসার জন্য ভারতের ভেলরে যেতে হবে।

এদিকে আর্থিক অবস্থার কারনে চিকিৎসা বন্ধ আছে দিলীপ মিশ্রের।তাই তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

গুণী এই ব্যক্তির জীবন বাঁচাতে সহযোগিতা করতে যোগাযোগ করুনঃ
০১৭১৯৮১৯৭১০(দিলীপ মিশ্র)
অথবা
০১৭১৮৭৮৭৮৫৩৬(তপু চক্রবর্তী,ভাগিনা)

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর