রাফি হত্যার বিচারের দাবীতে ডোমারে মানববন্ধন

সোনাগাজীর ফাজিল মাদ্র্যাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবীতে নীলফামারীর ডোমারে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়।

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে ডোমার বাজার রেলঘুন্টি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ ডোমার শাখা।

পরিষদের আহবায়ক রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, পুজা উৎযাপন পৌর শাখার সভাপতি বিপ্লব কুমার অধিকারী, যুগ্ন আহবায়ক অমরজিদ সিংহ, তাপস কুমার অধিকারী, হিন্দু ধর্মীয় নেতা রামকৃষ্ণ বর্মণ, জগবন্ধু রায়, প্রভাষক জাকির প্রধান, কবি আনারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগ প্রমূখ।

বক্তরা রাফি হত্যার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবী করে বলেন, আর যেন কোন নারীকে এভাবে প্রাণ দিতে না হয়। তাদের দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি করেন তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর