ইউনিয়ন পরিষদ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম ইউনিয়ন পরিষদের গ্রিলের পাশে রেখে যাওয়া কাপড়ের শপিং ব্যাগের ভেতরেলাল রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো দু’টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে।

তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ মনিরুল ইসলাম বলেন,পরিষদে ভিজিডির চাউল বিতরণ করার পর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের রুমের দিকে গেলে গ্রিলের পাশে দেখি একটি কাপড়ের ব্যাগ পড়ে আছে। ব্যাগ খুলে দেখি তার মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো কিছু একটা রাখা। পরে আমি ইউনিয়ন পরিষদের সচিব শাহিনুজ্জামানকে বিষয়টি জানাই।

ইউনিয়ন পরিষদের সচিব শাহিনুজ্জামান বলেন, গ্রাম পুলিশ আমাকে বলার পর আমি দেরি না করে গাংনী থানার ডিউটি অফিসারকে জানাই। পরে গাংনী থানা পুলিশের একটি টিম এসে পানি ভর্তি একটি বালতির মধ্যে রাখে বস্তু দু’টিকে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান,ভিজিডির চাউল বিতরণ শেষে আমি বাড়ি গেলে আমাকে সচিব ফোন দিয়ে বিষয়টা জানায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ বজলু রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে পরে জানানো হবে।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর