স্মার্ট ফোনের জন্য আত্মহত্যা করল যুবক

স্মার্ট মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে নিজের শয়ন কক্ষের বাঁশের সড়ের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে মোবারক আলী (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন ।

রবিবার(২০ জুন) এমন ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নেকমরদ ইউনিয়নের করনাইট কুমোরগঞ্জ গ্রামে। মৃত যুবক হলেন ওই গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

মোবারক আলীর বাবা আব্দুল হাকিম বলেন, ছেলে আমার কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে নেওয়ার বায়না করে । আমার সাংসারিক অভাব-অনটনের কারণে ফোন কিনে দিতে পারিনি। দুপুরে এ নিয়ে জেদ করলে, দেরি হবে কিছুদিন পরে কিনে দিবো বলে জানায় তাকে।

ফোন কিনে দেরি হবে একথা শুনে অভিমান করে দুপুরের খাবার না খেয়েই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন মোবারক। বিকালের দিকে মোবারকের মা ঘরে গিয়ে দেখেন ছেলে বাঁশের স্বরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

অভিমানে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন থানা পরিদর্শক (ওসি) এস.এম জাহিদ ইকবাল।

সবুজ ইসলাম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর