চরফ্যাসন পৌরসভা নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীর জয়

ভোলার চরফ্যাসন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোঃ মোরশেদের নিরঙ্কুশ বিজয়। তিনি পেয়েছেন ১৪ হাজার ৯১৮ ভোট।

তাঁর নিকটতম ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ভোট বর্জনের মধ্যে দিয়ে পেয়েছেন ৭৪৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শরিফ হোসাইন (নারিকেল গাছ) প্রতীক পেয়েছেন ৭৮১ ভোট।

অপর দিকে পৌরসভা নির্বাচনে সাধারন সদস্য কাউন্সিলর পদে পৌর ১নং ওয়ার্ডে ফখরুল আলম স্বপন (পাঞ্জাবী) প্রতীক নিয়ে ১২শ’৯৫ ভোট পেয়েছেন নির্বাচিত হয়েছেন। ২নং ওয়ার্ডে মোঃ মফিজ (পানির বোতল) প্রতীক নিয়ে ৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩নং ওয়ার্ডে (পাঞ্জাবী) প্রতীক নিয়ে মো. আবদুল মতিন মোল্লা ৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪নং ওয়ার্ডে আকতারুল আলম সামু (পাঞ্জাবী প্রতীক) নিয়ে ১২শ’৩৮ পেয়ে নির্বাচিত হয়েছেন।

৫নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন (ডালিম) প্রতীক নিয়ে ৬১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৮নং ওয়ার্ডে সিদ্দিকুর রহমান মোক্তাদি (ডালিম প্রতীক) নিয়ে ৪৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৯নং ওয়ার্ডে মিজানুর রহমান মঞ্জু (উটপাখি) প্রতীক নিয়ে ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২,৩ ওয়ার্ডে (আনারস প্রতীক) নির্বাচিত হয়েছে ফরিদা পারভীন, ৪.৫.৬ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন রেজওয়ানা পারভীন এবং ৭.৮.৯ ওয়ার্ডে জাহানারা বেগম (জবাফুল) প্রতীক নিয়ে ২১শ’৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোলার চরফ্যাসনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতির সংখ্যাও বাড়তে থাকে।

তবে বিকাল তিনটায় এক সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ভোটিং মেশিনে ভোট কারচুপি ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী।

আরিফ হোসেন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর