পুরান বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে যুব মহিলা লীগের খাদ্য সামগ্রী বিতরণ

পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নিঃস্ব অসহায় ২৫ পরিবারে মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। ১১ মে বৃহষ্পতিবার বিকাল ৫ টায় ক্ষতিগ্রস্থ এলাকার টাউন স্কুল মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোসাঃ তানিয়া খানম মিলা মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কাজী আলমগীর হোসেন। এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পারিবার গুলোর মধ্যে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ৪ কেজি পিয়াজ, ২ লিটার সোয়াবিন তৈল এবং এক প্যাকেট লবন বিতরন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ফজিলাতুননেছা আলমগীর, জেলা যুব মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শাহানাজ পারভীন ছবি, সোনিয়া খানম জিমি, হোসনেয়ারা আক্তার সুমি, তানিয়া মৃধা, রিনা খানম প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরনে সহযোগিতা করেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসাইন, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট রাধা কিশোর সদাই, অভিলাষ কর্মকার প্রমুখ।

বার্তা বাজার/জে আই

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর