বরিশাল কীর্তনখোলা নদীতে এম.টি ইবাদী-১ নামের তেলের জাহাজে বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজন নিহত, তিনজন দগ্ধ ও একজন নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে নগরীর চাঁদমারী এলাকায় এ ঘটনা ঘটে । খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা।
নিহতরা হলেন স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৫) দুইজন এ জাহাজের স্টাফ এবং তাদের বাড়ি চট্টগ্রামে । ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, চট্টগ্রামের মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন থেকে এম.টি ইবাদী-১ নামের তেলের জাহাজ তেল নিয়ে বরিশাল চাঁদমারী এলাকায় আসে। জাহাজে মোট ১৬ জন স্টাফ ছিলো।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে আকস্মিক জাহাজের জেনারেটর রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনালে পৌঁছে জাহাজ থেকে। দুইজন মরদাহ উদ্ধার করা হয়। এছাড়া তিনজন দগ্ধ শ্রমিককে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিজানুর রহমান আরও বলেন, জাহাজের স্টাফদের দাবি তাদের আরো একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বরিশাল বিভাগীয় ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কালাম বলেন, বিকেল পাঁচটার দিকে সমিতির অফিসে বসে কথা বলছিলাম।
বার্তা বাজার/জে আই