বরিশালে জাহাজে বিস্ফোরণে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

বরিশালে তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ আবুল কাশেম নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে বরিশাল ফায়ার সার্ভিস।
শুক্রবার (১২ মে) বিকেল ৫টায় কীর্তনখোলা নদীতে দুর্ঘটনাকবলিত জাহাজের পূর্বপাশ থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা
স্পিডবোটযোগে নদীতে টহল দিচ্ছিলাম।
তখন তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়।তারপর নগরী সংলগ্ন চাঁদমারি ঘাটে নৌপুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেছি।
বরিশাল সদর নৌথানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মরদেহ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল কীর্তনখোলা নদীতে এম.টি ইবাদী-১ নামের তেলের জাহাজে বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজন নিহত, তিনজন দগ্ধ ও একজন নিখোঁজ হয়েছিলো।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর