ভারতীয় ট্রাকের চাপে ইজি বাইক চালক আহত,ট্রাক আটক

যশোর বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপে ইজি বাইক দুমরে মুচরে চালক আহত এবং ভারতীয় একটা ট্রাক আটক করেছে ৯২৫ শ্রমিক সংগঠন।

(রবিবার ২৮শে এপ্রিল)বিকালে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলছেন,বর্তমানে মেইন রাস্তা সংস্কারের কাজ,অন্যদিকে আমদানি-রফতানি -পন্যবাহী ট্রাকের চাপ হঠাৎ বাড়াতে যানজটের মূল কারন হয়ে দাঁড়িয়েছে ব্যস্ততম এই ন্যাশনাল রোডটি।

সরেজমিনে দেখা গেছে ৩২ ও ৩৫নং শেডের আমদানি পন্য ধারন ক্ষমতা অনুযায়ী চাপ বেশি হওয়ার কারণে এই শেডের সামনে সর্বদা যানজট লেগেই থাকে।বিগত সুধীজনের যানজট নিরসনে শত মিটিং করার কিছু দিন ভালো থাকলেও আবার যা তাই। সাধারণের চলাচলের যেনো ক্লান্ত হয়ে গেছে এই ফুটপাত।

তবে দায়ী করা হচ্ছে ইজি বাইক,ভ্যান ও শেডের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জমি খালি না থাকার কারণে এমন নিত্য যানজটের মন্তব্য সচেতন মহলের।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর