ফোন দিলেই খাদ্য সহায়তা পৌঁছে দিবে ঘরে: যশোর পৌরসভা

নভেল করোনা ভাইরাসের কারণে সরকারের দেয়া লকডাউনে ঘরবিন্দ হয়েছেন সব শ্রেণীর মানুষ।তেমনি কঠিন সংকটের মধ্যদিয়ে যাচ্ছে কর্মহীন শ্রেণীর মানুষের জিবন যাপন।নিম্ন আয়ের মানুষেরাই প্রকাশ্যেই ত্রাণ নিচ্ছেন।

তবে লোকলজ্জায় সহায়তা নিতে পারছেন না নিম্নমধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারের সদস্যরা।ঠিক তখনই তাদের সহায়তার উদ্যোগ নিয়েছে যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার(রেন্টু)।হটলাইন নম্বর ফোন করলেই পরিচয় গোপন রেখেই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

রোববার(৫ই এপ্রিল)বিকালে ফেসবুকে স্ট্যাটাসে মেয়র জহিরুল ইসলাম চাকলাদার লিখেছেন, পৌরবাসীর খাদ্য সহায়তা প্রয়োজন,এমন কোনো পরিবার এখন পর্যন্ত সরকারি-বেসরকারি খাদ্য সহায়তা না পেলে নিন্মোক্ত নম্বরে নাম ঠিকানা ও মোবাইল নম্বরসহ কল বা এসএমএস করুণ। পৌরসভা আপনার পাশেই আছে। মোবাইল নম্বর- ০১৭১৫-১৪৩৯৪২।

এ বিষয়ে যশোর পৌরসভার সচিব আজমল হোসেন জানান,যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে এখন পর্যন্ত ৬ হাজার গরীব অসহায়দের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।এছাড়া চলতি সপ্তাহে আরো ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে।

এর মধ্যে অনেকেই লোকলজ্জার কারণে লাইনে দাড়িয়ে খাদ্য সহায়তা নিচ্ছেন না।কিন্তু এ সবের মাঝেও যদি কেউ সহায়তা থেকে বাদ পড়েছেন তাদের জন্য সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের কথা ভেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।তাদের জন্য হটলাইন নাম্বার চালু করেছে যশোর পৌরসভা।হটলাইনে দেওয়া নির্ধারিত নাম্বারে ফোন করলেই সময় মতো বাসায় খাদ্য পৌঁছে দেবে যশোর পৌরসভার কর্মীরা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর