রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন, আটক ১

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে লম্বাশিয়া ক্যাম্প-১, সি-১ এর পূর্ব ব্লক-এ’এর বাসিন্দা রোহিঙ্গা আলী জুহারের ছেলে মৌলভী ইউনুস (২৫)নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে একই ব্লকের রোহিঙ্গা মৌলভী নাজির হোসেনের ছেলে মোহাম্মদ ফয়সেল (২২) নামে এক ঘাতক।তাঁরা উভয়ই পুরাতন রোহিঙ্গা বলে জানাগেছে।

ক্যাম্প-১ এর হেড মাঝি (ক্যাম্প ইনচার্জ কর্তৃক নির্বাচিত রোহিঙ্গা নেতা) রোহিঙ্গা মোঃ আলি হোসাইন বলেন, রোহিঙ্গা মোলভী ইউনুছের সাথে ফয়সেলের বোনের বিবাহ হওয়ার কথা ছিলো।বিভিন্ন কারণে এ বিবাহ হয়নি।আজ সকাল ১০টার দিকে নিহত ইউনুসের সাথে ফয়সালের দেখা হয়।

তাঁদের দু’জনের মাঝে প্রচন্ড বাকবিতণ্ডা হয়।এক পর্যায়ে রোহিঙ্গা ফয়সেল ইউনুস কে মাঠিতে পেলে তাঁর সাথে থাকা চুরি দিযে জবাই করে হত্যা করে।ঘটনার পরপরই সেখানে সেনাবাহিনীর টহল দল, ক্যাম্প ইনচার্জ ( সিআইসি) উপস্হিত হন।পরে পুলিশ কে খবর দেওয়া হয়।হত্যাকারীও নিজেও একজন ‘মৌলভী’ বলে জানান মাঝি আলী হোসাইন।

আজ সকাল ১০টা নাগাদ ক্যাম্প-১ এর সি-১, এ-ব্লকে এ ঘটনা ঘটে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, ক্যাম্প-১ এর সি ব্লকের বাসিন্দা রোহিঙ্গা ইউনুসকে হত্যার খবর পেয়ে পুলিশে দ্রুত ঘটনাস্হলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করে।

পরে ক্যাম্পে অভিযান চালিযে ঘাতক ফয়সেল কে আটক করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।নিহত মোহাম্মদ ইউনুসের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল মনসুর।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর