কোটালীপাড়া দুর্জয় ক্লাবে শীর্ষ সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পশ্চিম নারিকেল বাড়িতে দুর্জয় ক্লাব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে এর আয়োজন করে পশ্চিম নারিকেল বাড়িতে। এ সময় দেবদাস দত্ত দেবু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলার চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন ৫নং রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অমৃত লাল হালদার, শেড গ্রুপের চেয়ারম্যান ডাঃ এস.বি.(জয়) সঞ্জয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নিখিল চন্দ্র দত্ত, নারিকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সহদেব বৈদ্য,সিনিয়র সহকারী সচিব কমেলেশ মজুমদার, দুর্জয় ক্লাবের সাধারণ সম্পাদক অভিজিৎ বৈদ্য, বক্তব্য রাখেন। ২০০১ সালের ১০ জুলাই ১১ জন সদস্য নিয়ে শুভ সুচনা, বর্তমানে সদস্য সংখ্যা ৬৩ জন। ২০০৪ সালে জেলা সমাজ সেবা উপ-পরিচালক এর কার্যালয় থেকে রেজিষ্ট্রেশন করা হয়। ২০১০ সালে দুর্জয় পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠাত করে।

বাল্য বিবাহ, ধূমপান, নেশা, যৌতুক, নারী নির্যাত, ইভটিজিং বিরুদ্ধে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলে দুর্জয় ক্লাব। ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতি, শিক্ষা, সাহিত্য, খেলাধুলা, নাচ-গান, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, মিডিয়া, চর্চা সুযোগ সুবিধা ও ব্যবহার নিশ্চিত করেছে দুর্জয় ক্লাব।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর