কিশোরগঞ্জে ট্রলার ডুবে মা-ছেলেসহ নিহত-৩

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় ইঞ্জিন চালিত ট্রলার ডুবে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিমলা- বর্শিকুড়া বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদলা ইউনিয়নের শিমলা উত্তরপাড়ার বাবুল মিয়ার স্ত্রী মোছাঃ ইয়াসমিন (৩০), বাবুল মিয়ার ৭ বছরের ছেলে ইয়াসিন মিয়া ও রায়টুটি ইউনিয়নের গন্ধর্বপুর পূর্বপাড়ার জব্বার হোসেনের স্ত্রী মোছাঃ আছিয়া খাতুন।

নৌকা ডুবিতে আহত করিমগঞ্জ উপজেলার করনশী গ্রামের বদরুল আলমের স্ত্রী জাহেদা খাতুন(৩০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিকেলে ইঞ্জিনচালিত ট্রলারটি তাড়াইল থেকে যাত্রী নিয়ে ইটনার রায়টুটী ইউনিয়নের ধারা যাচ্ছিল । শিমলা- বর্শিকুড়া বাজার ঘাটে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন মা-ছেলের লাশসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে। নৌকা ডুবিতে আহত করিমগঞ্জ উপজেলার করনশী গ্রামের বদরুল আলমের স্ত্রী জাহেদা খাতুন(৩০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর