কাদায় ডোবা ৬ হাতি বাঁচাতে ৫ ঘণ্টার লড়াই

দলছুট বাচ্চা হাতির দল পথ হারিয়ে দিশেহারা। পার্কের মধ্যে হলেও তারা পড়ে যায় কাদা ভর্তি একটি কূপে। জীবন বাঁচাতে যখন মরিয়া, তখন রেঞ্জারদের তৎপরতায় পাঁচ ঘণ্টা পর উপরে উঠতে পারে তারা।

ফক্স নিউজ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় একটি ন্যাশনাল পার্কে। বুধবার সন্ধ্যার পরে ওই ছয়টি হাতিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারীরা হাতিগুলোকে বাঁচাতে বেশ হিমশিম খেয়েছেন। দীর্ঘ সময় কূপের ভেতর থাকার কারণে তাদের শরীর দুর্বল হয়ে পড়েছিল। বিশেষ প্রক্রিয়ায় দূর থেকে পানি এনে শরীরে ঢালা হয়।

কূপ থেকে ওঠার জন্য আলাদা একটি পথ তৈরি করেন উদ্ধারকর্মীরা। সেই পথ ধরে ক্লান্ত হাতিগুলো উপরে উঠে আসে।

বাচ্চা হাতিগুলো কীভাবে কূপে পড়ে তা জানা যায়নি।

পার্কের প্রধান রক্ষণাবেক্ষণ কর্মকর্তা প্রয়াতসার্ট চান্তেপ বলেন, ‘বুধবার সন্ধ্যার দিকে রেঞ্জাররা হাতিগুলোকে কূপে দেখতে পায়। আশপাশ দেখে বোঝা গেছে কূপের চারপাশে অন্য হাতির দল ঘোরাফেরা করছিল।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর