হাতিয়ায় উপকারভোগীদের মাঝে বন বিভাগের চেক বিতরণ

বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকশয় বন ও জীবিকা প্রকল্পের সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় নোয়াখালীর হাতিয়ায় বন সংরক্ষণ ও উপকার ভোগীদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ মে) সকালে নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদে চরওচমান বিটের ১০৭ জন সদস্যের মধ্যে এই চেক বিতরণ করা হয়।

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজ উদ্দিন। বক্তব্য রাখেন নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি খবিরুল হক বেলাল, চর ওচমান বিট কর্মকর্তা মো: সোহাগ। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য, উপকার ভোগী পরিবারের সদস্য, এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

বন বিভাগ জানায়, প্রতিজন সদস্যকে ২৫ হাজার ২‘শ টাকা করে ২৬ লাখ ৯৬ হাজার ৪‘শ টাকা প্রদান করা হয়। কোন ধরনের লভ্যাংশ ছাড়া এই টাকা দিয়ে সদস্যরা তাদের জীবন মান উন্নয়নে কাজ করবে। বন বিভাগ শুধু এই টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করবে। ইতিপূর্বে এই প্রকল্পের অধিনে নিঝুমদ্বীপে আরো ৮০ জন সদস্য ২০ লাখ ১৬ হাজার টাকার চেক পেয়েছেন। এই ইউনিয়নে বিভিন্ন ধাপে একহাজার সদস্যের মধ্যে অনুরুপভাবে এই চেক বিতরণ করা হবে।

টেকশয় বন ও বনের উপর মানুষের নির্ভরতা কমিয়ে আনার জন্য সরকার উপকূলীয় এলাকায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। বনের পাশে বসবাস করা মানুষজনকে নিয়ে কমিটি করে উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর