দুর্গাপুরে ল্যাপটপ পেল ১২৪টি প্রাথমিক বিদ্যালয়

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ল্যাপটগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ১- আসনের সংসদ সদস্য মানু মজুমদার।

সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাত্রা শুরুর লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ প্রদান করা হয়েছে। ল্যাপটপ প্রদানের মাধ্যমে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আধুনিক তথ্যপ্রযুক্তির অন্তর্ভুক্ত হয়েছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওয়াহেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) সীতেশ পাল, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, থানা তদন্ত ওসি এন আলম, ইউপি চেয়ারম্যান আলম সরকার, সাদেকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি পাভেল চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. দুলাল পন্ডিত প্রমুখ।

প্রধান অতিথি মানু মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ দেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই অগ্রযাত্রায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তির সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর