রায়পুরা উপজেলা গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা

আরোও ৭৫ টি ঘর প্রদানের মাধ্যমে রায়পুরাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। নরসিংদীর রায়পুরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে জমি ও দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।

সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায়, ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ৩৯,৩৬৫টি ঘর প্রদানের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। তার মধ্যে নতুন আরোও ৭৫ টি পরিবারকে ঘর প্রদানসহ রায়পুরা উপজেলায় ১৭৭টি ঘর প্রদানের মাধ্যমে মুক্ত হলো গৃহহীন-ভূমিহীন পরিবার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি, মহিলা ভাইস-চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আফজাল হোসাইন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল প্রমূখ।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা আজহারুল আলম, প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, এস, আই আমিনুল ইসলামসহ সুবিধা ভোগীজন উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর