সার্জন ডাঃ মো. রায়হানকে শেরপুরে সংবর্ধনা

বগুড়া শেরপুরের উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মো. রায়হান জাতীয় পার্যায়ে জনপ্রশাসন পদক (ব্যাক্তিগত শ্রেনী) ২০১৯ অর্জন করায় গত বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আমির হামজা’র সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর-রশিদের স ালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া-৫ শেরপুর ধুনট আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, উপজেলা ভাইচ চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নূরে আলম সানিসহ খামারীরা।

বক্তারা বলেন, “স্বপ্ন ছোয়ার সিড়ি’ শ্রষ্টা ডাঃ মো. রায়হান শেরপুর উপজেলার বেকার ছেলে-মেয়েরা যেন বিপথে না যায় সে কথা চিন্তা করে ২০১৫ সালে স্বল্প পুঁজি নিয়ে বাণিজ্যিক ভিত্তিক দেশী মুরগীর চাষ শুরু করে। আজ তা বিস্তার লাভ করে ইতিমধ্যে বিভিন্ন জেলার বেকার জনগোষ্ঠী বাণিজ্যিক ভিত্তিক দেশী মুরগী পালনে “স্বপ্ন ছোয়াঁর সিঁড়ি’র” সম্পৃক্ত হয়ে আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন। বিভিন্ন জেলার বহু পরিবার আজ কেবল বাণিজ্যিক ভিত্তিক দেশী মুরগীর পালন করে স্বাবলম্বিতার মুখ দেখেছেন।
নিজ উদ্যোগে এ সকল কার্যক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অবদান রাখায় জাতীয় পার্যায়ে জনপ্রশাসন পদক (ব্যাক্তিগত শ্রেনী) ২০১৯ লাভ করেন। গত ২৩ জুলাই মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভেটেরিনারি সার্জন ডাঃ মো. রায়হানের হাতে গোল্ড মেডেল, ক্রেষ্ট,সনদ ও নগদ চেক (প্রধানমন্ত্রী সাক্ষরিত) হাতে তুলে দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর