শেরপুরে দলিল লেখক সমিতির কমিটি গঠন

বগুড়ার শেরপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতির শেরপুর উপজেলা শাখা’র কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে গত রোববার বিকালে শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসের সংগঠন কার্যালয়ে একসভা অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী কমিটির সভাপতি এস এম ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, প্রবীন দলিল লেখক এম এ মতিন, ফেরদৌস রহমান, আবুল কালাম আজাদ রাঙ্গা প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত দলিল লেখকদের উপস্থিতি ও সর্ব সম্মতিক্রমে এস.এম ফেরদৌসকে সভাপতি, জামাল উদ্দিন কে সাধারণ সম্পাদক, নাসিম মাহমুদ জনকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, কার্যকরী সভাপতি পদে আলহাজ¦ জাহাঙ্গীর আলম শাহীন, সহ-সভাপতি মো. ওবায়দুর রহমান ও লোকমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফিরোজ সিদ্দিকী সবুজ, সজিব দাস সাজু ও হাবিবুর রহমান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক ও নুরে আলম সানি, কোষাধ্যক্ষ পদে ফরহাদ হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক পদে আলাউদ্দিন আল আজাদ, প্রচার সম্পাদক পদে তাজুল ইসলাম, সংস্কৃতিক সম্পাদক পদে অনিমেষ রায়, কার্যনির্বাহী সদস্য পদে সাইফুল ইসলাম মিন্টু ও মোত্তালিব সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সভায় বর্তমান কার্যনির্বাহী কমিটি ৩ বছর মেয়াদী কার্যকাল হবে বলে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর