সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুয়েল মাহমুদ নয়ন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুর ২ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে দুই দিন চিকিৎসাধীন থাকাবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত জুয়েল মাহমুদ নয়ন একজন (৩৮) মুদি ব্যবসায়ী ছিলেন। তিনি ধামরাইয়ের কুল্লা এলাকার জনৈক জলিল মিয়ার ছেলে।

নিহতের স্বজন রাজু আহমেদ এর বরাত দিয়ে জানা যায়, গত ৪-৫ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন তিনি। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন কিনা তা বুঝতে পারেননি তারা। পরে গত ২৭ জুলাই বেশী অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ সময় শেষ সময়কালে হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ করে চিকিৎসকরা জানান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। পরে তাকে সাভারের এনাম মেডিকেল এন্ড কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই সোমবার দুপুর ২ টায় মৃত্যু হয় তার।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর