শেরপুর জেলা হাসপাতালে ২৪ ঘন্টায় আরও ২ রোগী ভর্তি (ভিডিওসহ)

শেরপুর জেলা হাসপাতালে ২৯ জুলাই সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে জেলা হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেন। তবে ইতিপূর্বে ভর্তি হওয়া ২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

নতুন শনাক্ত হওয়া দুই ডেঙ্গু রোগী হলেন, নালিতাবাড়ি উপজেলার রাজনগর গ্রামের জান্নাতুল বাকী এবং সদর উপজেলার ছনকান্দা গ্রামের রসুল মিয়া।

এখানে ভর্তি হওয়া সকল রোগীই ঢাকা থেকে জ¦রে আক্রান্ত হয়ে শেরপুর এসে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে রোগী এবং হাসপাতাল সূত্র জানিয়েছে। গত ১০ দিনে এ নিয়ে শেরপুর জেলা হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেন মোট ৭ জন। এছাড়া রোববার ও আজ সোমবার দুই জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

জেলা হাসপতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবির সুমন জানান, ডেঙ্গু রোগীদের নিয়ে আমরা সতর্ক ও পর্যবেক্ষণে রেখেছি।

শেরপুর জেলা হাসপাতালে ২৪ ঘন্টায় আরও ২ ডেঙ্গু রোগী ভর্তি

শেরপুর জেলা হাসপাতালে ২৯ জুলাই সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে জেলা হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেন।

Gepostet von Barta Bazar am Montag, 29. Juli 2019

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর