সিরাজদিখানে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় তিনদিন ব্যাপী উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে উপজেলা ভূমি অফিস সংলগ্ন ইউএনও পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন কর্মকর্তা মহশিনা জাহান তরুনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদিউজ্জামান, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপ-সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান, মোশারফ হোসেন প্রমুখ। এসময় অতিথীরা ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধনসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর