ফেনিতে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত-২৬ (ভিডিও)

ফেনীতে গত ছব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬ জন ভর্তি হয়ে আছেন জেলার ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে।

এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম রেফার করেন ৫ জনকে। ঢাকায় থেকে এসে ফেনীতে ভর্তি হচ্ছেন মোঃ ওমর, তিনি ঢাকায় উত্তরায় একটি কম্পানিতে চাকরি করেন। তিনি বলেন আমার যখন জ্বর আসে তখন হাসপাতালে গেলে রক্ত পরিক্ষা করে জানা যায় আমার ডেঙ্গু হয়েছে তখন আমি ফেনীর হাসপাতালে ভর্তি হই।

মোঃ জাহিদুল ইসলাম হামদাদ কলেজে ভর্তি হওয়ার ১মাস অতিবাহিত হলে হঠাৎ জ্বর আক্রান্ত হয়ে বাড়িতে চলে আসার পর হাসপাতালে ডাক্তার দেখালে রক্ত পরিক্ষা করলে জানা জায় আমি ডেঙ্গুতে আক্রান্ত হই। আবাসিক মেডিকেল অসিসার ডাঃ আবু তাহের পাটোয়ারী জানান এখন সব রুগি ভর্তি আছেন এতো জটিল নেই আমরা পর্যাপ্ত ভাবে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি।

ফেনীতে গত ছব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছে ২৬

ফেনী জেনারেল হাসপাতালে গত ছব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছে ২৬ জন, ঢাকা ও চট্টগ্রাম রেফার করা হয় ৫ জনকে

Gepostet von Barta Bazar am Sonntag, 28. Juli 2019

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর