লক্ষ্মীপুরে খোলা বাজারে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে মতবিনিময়

লক্ষ্মীপুরে রেজিষ্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া খোলা বাজারে অ্যান্টিবায়োটিক বিক্রির প্রতিরোধে জেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এস মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এসময় সচেতনতার বৃদ্ধির লক্ষে বক্তারা বলেন, রেজিষ্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোন ভাবেই যেন অ্যান্টিবায়োটিক বিক্রি না হয়। এবিষয়ে সংশ্লিষ্টদের নজর রাখার নির্দেশ দেন প্রধান অতিথি। জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহযোগিতায় ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে ইকবাল হোসেনর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, জেলা পল্লীবিদ্যুত সমিতি জিএম শাহজাহান, জেলা ড্রাগ সুপার ফজলুর রহমান, জেলা বাজার মনিটরিংি কর্মকর্তা মনির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুজ জাব্বার, জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমতিরি নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর