শেরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমূলতলী এলাকা থেকে ২৬ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ৫০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী শাকিল টাঙ্গাইল জেলা শহরের গোল চত্বর এলাকার জনৈক শহীদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার বিকেলে সদর উপজেলার শিমূলতলী এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কালে ৫০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শাকিলকে হাতে নাতে গ্রেফতার করে। এদিকে ওই দিন শাকিল পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছে ইয়াবা ট্যাবলেট গুলি পাশ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা থেকে সংগ্রহ করে নিয়ে এসেছিল।

ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন। এব্যাপারে শেরপুর সদর থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ২৭ জুলাই শনিবার ধৃত মাদক ব্যবসায়ী শাকিলকে আদালতে সোপর্দ করেছে সদর থানার পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর