অজ্ঞান করে শিশু নিয়ে পালানোর সময় নারী আটক

অজ্ঞান করে ৫ বছরের এক শিশুকে নিয়ে পালানোর সময় রেহানা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর সুবর্ণচরের জাহাজমারা গ্রামের সজল ইসলাম স্ত্রী পারুল আক্তারকে নিয়ে দীর্ঘদিন সলিমপুর এলাকার একটি ভাড়া বাসায় বাস করছেন।

আজ সকালে তাদের ছেলে আরফাতুল ইসলাম সিফাত (৫) ঘরের বাইরে খেলা করার সময় ওই নারী সিফাতকে কোলে নিয়ে অজ্ঞান করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় স্থানীয় দোকানদারেরা দেখে ফেললে শিশুটিকে ফেলে ওই নারী দৌড়ে পালানোর সময় স্থানীয়রা আটক করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার বলেন, “মহিলা নিজের বাড়ি আলীপুর স্বামীর নাম ইউনুচ মিয়া বললেও বিস্তারিত ঠিকানা বলছে না। তাকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।”

-এর আগে আজ সকাল ৭ টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এক মহিলাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ। এবং সকাল পোনে নয়টার দিকে রাজধানীর উত্তর বাড্ডা থেকে ছেলে ধরা সন্দেহ মনে করে গনপিটুনীতে দিয়ে গুরুতর আহত করে পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর