সরিষাবাড়ীতে পৌর মেয়রের ত্রান বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে পৌর সভা ও পৌর মেয়রের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। শুক্রবার দিন ব্যাপি পৌর এলাকার বিভিন্ন স্থানে এ ত্রান বিতরন করা হয়।

জানা যায়, সরিষাবাড়ী পৌর সভা সহ বিভিন্ন স্থানে বন্যার পানি উঠায় বন্যা দুর্গত মানুষের জন্য পৌরসভার ভবনটিকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষনা করে পৌরমেয়র রুকনুজ্জামান রোকন । এছাড়া বন্যা কবলিত প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে নিজ উদ্যোগে প্রায় তিনশতাধিক পরিবারকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন পৌর মেয়র। প্রতিদিন একাধিকবার বন্যাকবলিত মানুষদের খোজ খবর নিচ্ছেন তিনি। এছাড়া দিনব্যাপি পৌর এলাকার পৌরসভা, অর্ণাস কলেজ আশ্রয়কেন্দ্র, রেল ষ্টেশন, শিমলা বাজারসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া বন্যা কবলিত মানুষের মাঝে ১ হাজার প্যাকেট ত্রান বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র রুকনুজ্জামান রোকন, প্যানেল মেয়র মোহাম্মদ আলী, কালা চান পাল, জহুরুল ইসলাম, সোহেল রানা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন, সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোস্তাক আহমেদ মনির, সাধারন সম্পাদক মশিউর রহমান, অর্ণাস কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক জোবায়ের রহমান সুমন, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক আর.এম রাকিবসহ অণ্যান্যরা ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর