ধোবাউড়ায় হাতির আক্রমণ থেকে বাঁচতে ১২ গ্রামবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ধোবাউড়ায় হাতির আক্রমণ থেকে বাচঁতে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য , বনবিভাগ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে সীমান্তের লোকজন। মঙ্গলবার বিকালে উপজেলার বাগপাড়া এবং এরশাদ বাজার নামক পৃথক দুইটি স্থানে মানববন্ধন করে সীমান্তের ১২ টি গ্রামের বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঘোষগাও ইউপি চেয়ারম্যান হারুন রশিদ, দক্ষিণমাইজপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক, শহিদুল ইসলাম সহ প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে চলছে ধোবাউড়ার বিভিন্ন সীমান্তে চলছে ভারতীয় বন্য হাতির আক্রমণ। নেই কোন প্রশাসনের তৎপরতা। রাতের বেলা খোলা আকাশের নিচে রাস্তায় রাত পার করতে হয় সীমান্ত ঘেষাঁ মানুষদের। মানববন্ধনের হাতির আক্রমণ থেকে বাচঁতে প্রশাসনের কাছে স্থায়ী সমাধান চান স্থানীয়রা।

উল্লেখ্য কত কয়েক মাসে ধোবাউড়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে হাতিরতান্ডবে প্রাণহানী সহ অনেক মানুষ আহত হয়েছে।

বার্তা বাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর