জেলা প্রশাসনের অভিযানে নকল পণ্য ধ্বংস (ভিডিওসহ)

নোয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জব্দকৃত নকল কসমেটিকস পণ্য ধ্বংস করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার, ১৮ জুলাই জেলা সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় জেলা শহরের বিভিন্ন কসমেটিকস দোকান থেকে জব্দকৃত পণ্য গুলো সার্কিট হাউজ রোডে ধ্বংস করা হয়।

এর আগে ১৬ জুলাই নোয়াখালী সুপার মার্কেট ও ১৭ জুলাই বিসমিল্লাহ টাওয়ারের মোট ১৪ টি কসমেটিকস দোকানে আনুমানিক ৩ লক্ষ টাকার স্টিকারবিহীন নকল পণ্য জব্দ করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ১৪ টি কসমেটিকস দোকানকে সর্বমোট ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। আজ (বৃহস্পতিবার) জব্দকৃত পণ্যগুলো ধ্বংস করে জেলা প্রশাসন।

নকল পণ্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকনুজ্জামান খান রুকন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকনুজ্জামান খান জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও জেলার জনসাধারণকে যে কোন অভিযোগ জানাতে অনুরোধ করেন তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর