কটিয়াদীতে সাফল্যের শীর্ষে মুন্সী আ. হেকিম কারিগরি কলেজ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের কটিয়াদী মুন্সী আ.হেকিম কারিগরি কলেজ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সনে এইচএসসি (বিএম) পরীক্ষায় শতভাগ পাস করে উপজেলায় সাফল্যের শীর্ষস্থান অর্জন করেছে।

প্রতিষ্ঠানটিতে এবছর মোট ৯৮জন পরীক্ষায় অংশগ্রহন করে। এদের মধ্যে ৩জন জিপিএ-৫, ৮৮জন জিপিএ-৪ এবং ৭জন জিপিএ-৩ পেয়েছে।

মুন্সী আ.হেকিম কারিগরি কলেজ এর আগে ২০০৯ সনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চতুথ স্থান এবং ২০১২ সনে সারাদেশে দশম স্থান অর্জন করে।

এছাড়াও প্রতিষ্ঠানটি জেলা এবং উপজেলায় পর্যায়ে খেলাধুলা ও সংস্কৃতিতে বিভিন্ন সময়ে সুনাম অর্জন করেছে।

এ ব্যাপারে মুন্সী আ.হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হক জোয়ারদার আলমগীর বলেন, শিক্ষকগণের প্রচেষ্টার পাশাপাশি আগামীতে প্রতিষ্ঠানটি পরীক্ষার ফলাফলের মাধ্যমে সারাদেশে একটি রোল মডেল স্থাপন করবে বলে জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর