ফেইসবুকে পরিচয়! প্রেমের টানে লক্ষ্মীপুরে মার্কিন নারী

প্রেমের কোনও দেশ-কাল-পাত্র নেই। ভালবাসার টানে নজির আছে সিংহাসন ছাড়ার। এই প্রেমের টানেই সমাজ-সংসারের সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নিজ দেশ ছাড়লেন মার্কিন নারী সারলেট (ঈযধৎষড়ঃঃব)। ঘর বাঁধলেন লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সফিক উল্যাহর ছেলে সোহেল হোসেনের সাথে। ২০১৩ সালের ৪ঠা নভেম্বর ফেইসবুকের মাধ্যমে তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব প্রেম। দুই দেশের দুই সংস্কৃতি থাকলেও শেষ পর্যন্ত ভালবসারই জয় হয়েছে। উভয়ের পরিবার মেনে নেয়ার পর গত ১২ জুলাই বাংলাদেশে আসেন সারলেট। ১৬ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয় তাকে।

বিয়ের পর গণমাধ্যমে উঠে আসে এই দম্পত্তির কথা। এলাকায় মানুষের মুখে মুখেও তাদের নাম। ফুলসজ্জা থেকে শুরু করে নববধূকে নিয়ে আপ্যায়ণ অতিথিপরায়নতা সবই হয় সোহেল হোসেনের নিজ গ্রামের শ্রীরামপুর দাইয়ুম উল্যাহ পাটওয়ারী বাড়ীতে। মার্কিন এই নারীকে দেখতে আসেন ওই এলাকার হাজার হাজার মানুষ। মার্কিন নারী সারলেট (ঈযধৎষড়ঃঃব) এর বাড়ী আমেরিকার নিউজার্সিতে। এর আগে ২০১৬ সালে ১৭ জুলাই বাংলাদেশে এসে তাদের বিয়ে হয়।

স্বামী সোহেল জানান, দ্বীর্ঘ ৭ বছর পূর্বে ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়ে বন্ধত্বের সম্পর্ক গড়ে উঠে সারলেটের সাথে। পরস্পর পরস্পরের সাথে গভীর সর্ম্পকের(প্রেম) এক পর্যায়ে সারলেট বাংলাদেশে আসে। ২০১৬ সালের ১৭ জুলাই বিয়ে হয়। এরপর সে আমেরিকায় চলে যায়। ১২ জুলাই পুনরায় বাংলাদেশে আসে এবং গ্রামের বাড়ীতে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর