পরীক্ষায় উত্তীর্ণদের বাড়িতে যান ওসি

৩৯তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় চাঁদপুরের কচুয়া উপজেলায় ১৫ জন উত্তীর্ণ হয়েছেন।সদ্য উত্তীর্ণ ১৫ জন প্রার্থীদের বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে হাজির হলেন কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্যাহ অলি ও পরিদশর্ক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল।

সোমবার তারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জনের বাড়িতে যান। প্রার্থী ও তাদের পরিবারের লোকজনকে তথ্য যাচাইয়ের বিষয়ে কাউকে কোনো ধরনের আর্থিক সুবিধা না দিতে অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা।

এ সময় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের মিষ্টি মুখ করান ও ফুলেল শুভেচ্ছা জানান। ওসি ওয়ালী উল্যাহ অলি বলেন, বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য খাতে এক উপজেলায় ১৫ জন উত্তীর্ণ হওয়ার বিষয়টি অত্যন্ত গৌরবের।

উত্তীর্ণদের পরিবারের সবাই গর্বিত ও সৌভাগ্যবান। তাই নিজ থেকে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাতে মিষ্টি ও ফুল নিয়ে তাদের বাড়িতে হাজির হয়েছি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর