তিস্তার উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়েছে

ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে পানি এখনও বিপদসীমা পার করেনি। সোমবার সন্ধ্যায় তিস্তা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচে ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সেচ সম্প্র্রসারণ কর্মকর্তা রাফিউল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। নীলফামারী ও লালমনিরহাটের হাতিবান্ধা, কালিগঞ্জ উপজেলার চর ও চরের গ্রাম গুলো প্লাবিত হওয়ার উপক্রম হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল্ল্যা আল মামুন জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীতে সামান্য পানি বৃদ্ধি পেয়েছে।

উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল ইসলাম জানান, এখনও এলাকার মানুষ নিরাপদে আছে। তবে ভারী বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত রয়েছে। উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ঝাড়সিংশ্বরসহ নিচু এলাকায় পানি আসার শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত মানুষ নিরাপদ আশ্রয়ে রয়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার মুন জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে চর ও চরের গ্রামগুলো তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। জনপ্রতিনিধিদের এলাকায় খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর