গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাহাঙ্গীরনগর প্রান্তিক গেটে অবরোধ

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট এর ডাকা অর্ধদিবস হরতাল পালনকালে সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রান্তিক গেট (জয় বাংলা গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে প্রগতিশীল ছাত্র জোট। রবিবার (৭ জুলাই) সকাল ১০ ঘটিকায় এই অবরোধ শুরু হয়ে আনুমানিক ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী অবরোধের কারণে যাত্রী সাধারণকে বেশ দুর্ভোগ পোহাতে হয়।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কে রাস্তার উভয়পাশে থেমে থাকা যানবাহনের দীর্ঘ সারি। জাবি বিশমাইল গেট থেকে শুরু হয়ে জাবি এমএইচ হল পর্যন্ত সকল যানবাহন থেমে থাকে। এসময় বাসে অপেক্ষারত সাধারণ যাত্রীদেরকে এই দূর্ভোগের কারণে হতাশা ব্যক্ত করতে দেখা যায়।

সড়ক অবরোধ করে প্রগতিশীল ছাত্র জোট এর বক্তারা এসময় সরকারের প্রতি গ্যাসের মূল্য না বাড়িয়ে স্থিতিশীল রাখার আহবান জানিয়ে বলেন, “গ্যাসের দাম বেড়ে গেলে সারের দাম বেড়ে যাবে; কিন্তু পাইকারের ধানের দাম বাড়বে না। কৃষকের চোখের জলের পক্ষে আমরা দাঁড়িয়েছি, আমরা রক্ত নিতে দাঁড়াই নাই। কিন্তু আমরা রক্ত দিতে জানি। এদেশের মানুষ রক্ত দিয়েছে। আইউব খান অনেক বড় স্বৈরশাসক ছিলেন, এদেশের এক গরীব কৃষকের ছেলে আসাদ ১৯ জানুয়ারি, ১৯৬৯ সালে পুলিশের গুলিতে মারা গিয়েছিলো। এর ফলে মাত্র এক মাসের ভিতরে লৌহমানব আইউব খান এর পতন ঘটেছিলো। এজন্য আমাদেরকে রক্ত দেবার পথে ঠেলে দেয়া হলে সরকার ভুল করবে।”


পরে পুলিশ এসে সকাল সাড়ে দশটার দিকে হরতাল সমর্থনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এসময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট ছাড়া গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোট এর ডাকা অর্ধদিবস হরতালের তেমন কোনো প্রভাব পড়ে নাই সাভার ও আশুলিয়ার অন্যান্য স্থানে। তবে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশুলিয়ার বাইপাইল মোড়, নবীনগর, জিরাবো সহ আশপাশের কোন রাস্তায় হরতালের পক্ষে কোনো মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হরতাল চলাকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে সকাল থেকেই ভারী যান চলাচল করেছে। স্বাভাবিক দিনের মতোই খুলেছে দোকানপাট, মার্কেট। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে, অফিসের উপস্থিতিও স্বাভাবিক ছিলো। হরতালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কাবস্থায় ছিলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর