লোহাগাড়ায় দশ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

আবদুল করিম, লোহাগাড়া: ৪ জুলাই বৃহস্পতিবার লোহাগাড়ায় চুনতি ইউনিয়নে দশ শয্যাবিশিষ্ট মাতৃসদন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধান মন্ত্রীর সামরিক সচিব, লোহাগাড়ার সূর্যসন্তান মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বীর বিক্রম, পিএসসি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল এম এ মোহী, পিএসসি প্রধান প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও নেরী নেত্রী মিসেস রেজিয়া রেজা চৌধুরী, তৌছিফ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগড়া, চট্টগ্রাম, পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি), সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, লোহাগাড়া থানা, এম. ইব্রাহীম কবির, ভাইস চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও আওয়ামী অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থতি ছিলেন।

উল্লেখ্য, মাতৃসদন হাসপাতালের মাধ্যমে হত দরিদ্র মা ও শিশুর মৃত্যুর হার কমানো লক্ষে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর