সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা

এম এ মালেক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করেন।

এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টিএম সোহেল,জেলা আ’লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান,হাজী ইসহাক আলী, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন,সাংবাদিক হেলাল উদ্দিন বক্তব্য রাখেন। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে শপথ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর