আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীণবরণ

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: ‘হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ’ ফুলের শুভেচ্ছা ও পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, মাদ্রাসা পরিচালনা পরিষদের বিদ্যুৎসায়ী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আজিজুল হক, সদস্য মো. আবু সোয়েব এবেল প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল হামিদ আজাদী, মাওলানা নুর আহম্মদ, মনিরুল ইসলাম, মো. আনোয়ারুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা তৈয়্যেবুর রহমান, আবুল বাসার, মাওলানা আব্দুল করিম, মো. মোমীন আলী, মো. সাইফুল ইসলাম, মো. শহিদুল্লাহ, সাজেদা খাতুন, মেহেরুন নাহার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম জিয়া। ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি মৌলভী আমিনুর রহমান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর