মাস্ক না পরায় পথচারীদের রোদে দাঁড় করিয়ে শাস্তি দিলো পুলিশ

মহামারি করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে সরকার স্বাস্থ্যবিধি মানার জন্য কঠোর বিধিনিষেধ আরোপিত করলেও তা মানছে না অনেকেই। আর তাই মাস্ক না পরে বাহিরে বের হওয়ার দায়ে পথচারীদের রোদে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ।

আগ্রাবাদের বিভিন্ন এলাকায় শপিং করতে আসা ব্যক্তিদের একই অপরাধের কারণে মার্কেট তেকে বের করে দেন পুলিশ। এছাড়া মাস্ক না পরায় পথচারীদের ৩০ মিনিট রোদে দাঁড় করিয়ে রাখে আইন শৃঙ্খলা বাহিনী।

শনিবার (৮ মে) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ এ অভিযান চালায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মাস্ক পরতে বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টি করতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, মাস্ক না পরায় অন্তত ১০ জনকে মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানকে সতর্ক করে দেওয়া হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর