ভোট দিলেন নৌকা প্রার্থী তানিয়া

আতিকুর রহমান কাযিন, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত হওয়ার পর আজ ১৮ জুন মঙ্গলবার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপি ভোট দিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিকে বনগ্রাম ইউনিয়নের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় তার নিজ ভোট কেন্দ্র ভোট দেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টা দিকে নেতাকর্মীদের নিয়ে কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোচ কেন্দ্রে আসেন তানিয়া সুলতানা হ্যাপি। পরে ১০টা ৩০মিনিটের দিকে ভোট দিয়ে তিনি কেন্দ্র থেকে বের হয়ে আসেন।

ভোট শেষে তানিয়া সুলতানা হ্যাপি বলেন, ভোটের পরিবেশ নিয়ে আমি খুশি। এ নিয়ে কোনো শঙ্কা নেই। যেকোনো ফল মেনে নেব। তবে বিজয়ের বিষয়ে আমি আশাবাদী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩০ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৬১৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ৮২২ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর