ধামরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ডেস্কটপ ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ধামরাই উপজেলার বিভিন্ন স্কুলে ডেক্সটপ এবং গরীব দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জুন) ধামরাই উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ঢাকা-২০ আসনের এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আবুল কালাম, ঢাকা জেলা আওয়মী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা, ঢাকা জেলা পরিষদ সদস্য মাহতাব আলম, খায়রুল ইসলাম প্রমুখ সহ ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান মাননীয় প্রধান মন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হয়েছে।

এই অনুষ্ঠান শেষে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ধামরাই সরকারী হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের একটি ভবন উদ্বোধন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর