রাজধানীর কদমতলীতে ব্যাংকে বিস্ফোরণ, আহত ২

রাজধানীর যাত্রাবাড়ীর কদমতলী এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকাল সড়ে নয়টার দিকে কদমতলীর দনিয়ায় আরএস টাওয়ারের তিনতলায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, বৈদ্যুতিক সংযোগের সঙ্গে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) কোনো ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটেছে। ভবনটির তিনতলায় এক্সিম ব্যাংকের শাখা অফিস অবস্থিত।

ওসি জামালউদ্দীন মীর বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে এক্সিম ব্যাংকের ওই অফিসে এসির শর্টসার্কিট থেকে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এক্সিম ব্যাংকের পাশের দেয়াল ভেঙে যায়। এ ঘটনায় দুজন আহত হন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এক্সিম ব্যাংকের এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, এটি মারাত্মক কোনো দুর্ঘটনা নয়। এসি বা গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে।

এটি নাশকতামূলক ঘটনা নয় বলে ধারণা করছে পুলিশ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর