দেবিদ্বারে মাদকবিরোধী যুব সংগঠনের ইফতার মাহফিল

মো.নাজিম উদ্দিন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে দক্ষিন ভিংলাবাড়ী সোনার বাংলা মাদকবিরোধী যুব সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল বুধবার অনুষ্টিত হয়েছে।

হাজী মো. জাহাঙ্গীর আলম মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা এবং দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো সাংবাদিক আবুল খায়ের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক সরকার। মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জামির হোসেন, সহ-সভাপতি বরকত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, অর্থ সম্পাদক জুমান আহম্মেদ, ক্রীড়া সম্পাদক সাইমন সরকার, এ সময় বক্তারা বলেন, পুলিশ চাইলে একা দেশকে শতভাগ মাদকমুক্ত করতে পারবেন না।

প্রতিটি সমাজের মানুষ এবং স্বেচ্ছাসেী সংগঠনগুলো যখন মাদকের বিরুদ্ধে পুলিশকে সহযোগীতা করবে তখনই দেশ শতভাগ মাদকমুক্ত হবে। তাই মাদক এবং বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশকে সহযোগীতা করতে হবে। মাদকের ভয়াবহ ছোবল হতে দেশকে রক্ষার জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হাজী মো. কামাল উদ্দিন,মো. হোসেন ইব্রাহীম মিয়া, কুদ্দুস সরকার, আব্দুল আলীম সরকার, মো. হোসেন সরকার, তোফাজ্জল সরকার, সোহেল সরকার, কবির হোসেন , নেজামুল রফিক, কামরুল ইসলাম প্রমুখ। পরে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর