ফরিদপুরে কবি নজীর ও সাংবাদিক আমীরুল ইসলামের স্মরণে স্মরণসভা

ফরিদপুরের বোয়ালমারীতে কবি নাজমুল হক নজীর ও সাংবাদিক আমীরুল ইসলাম চৌধুরীর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের খাদ্য গুদাম সংলগ্ন কাজী আব্দুর রশিদ মার্কেটের ২য় তলায় সমকাল কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করে রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের (আরজেএফ) এর বোয়ালমারী শাখা।

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলার সমকাল প্রতিনিধি কাজী আমীন ইসলাম, আরজেএফ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সেকেন্দার আলম শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, আরজেএফ’র বোয়ালমারী শাখার সাধারণ সম্পাদক খাঁন মোস্তাফিজুর রহমান সুমন, ধামরাই সরকারি কলেজের প্রভাষক শহীদুল্লাহ্ নজীর মাসুদ, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আরজেএফ’র বোয়ালমারী শাখার সভাপতি আমীর চারু বাবলু।

বক্তাগণ স্মৃতিচারণে কবি নাজমুল হক নজীর ও সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।

প্রসঙ্গত, ত্রিশোত্তর আধুনিক বাংলা কবিতায় নাজমুল হক নজীর একজন স্বতন্ত্র কাব্যসাহসী আধুনিক কবি। ১৯৫৫ সালের ২৫শে সেপ্টেম্বর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন। কবি’র ৯টি কাব্যগ্রন্থ, ৩টি ছড়া, ১টি ইতিহাস গ্রন্থ, ১টি সম্পাদিত গ্রন্থ, নির্বাচিত কবিতা ও কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে। তিনি ২০১৫ সালের ২৩শে নভেম্বর ঢাকায় প্রয়াত হন। পরদিন কবিকে তার চেনা জনপদ কবির বাসস্থান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঝর্ণাধারায় সমাহিত করা হয়।

অপরদিকে ২০১৬ সালের ১৬ নভেম্বর বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ছোলনা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর