কক্সবাজারে মাদক ব্যবসায়ীর নেতৃত্বে পুলিশ বক্সে হামলা

কক্সবাজারের চকরিয়ায় এক মাদক ব্যাবসায়ীর নেতৃত্বে ট্রাফিক পুলিশের বক্সের ভেতরে হামলা চালানো হয়েছে। হামলায় চকরিয়া পৌরশহর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফেরদৌস আলম চৌধুরী আহত হয়েছেন। আজ (শনিবার) বেলা ১১টার দিকে চকরিয়ার চিরিঙ্গা পুরাতন বাসস্টেশনে এই ঘটনা ঘটে।

জানা যায়, সকালে পুলিশ বক্স এলাকার মাদক ব্যবসায়ী মনসুর আলমের নেতৃত্বে তার স্ত্রী হাসিনা, বড় ভাই আশেক আহমদ, হাবিব উল্লাহ ও আমান উল্লাহ লাঠিসোটা নিয়ে মো. বেলাল নামের এক দোকানদারকে অতর্কিতে মারধর করে। মারধর থেকে বাঁচতে হামলার শিকার বেলাল আশ্রয় নেন পাশের ট্রাফিক পুলিশ বক্সে। তখন পুলিশ এসে তাদের থামাতে চাইলে পুলিশের উপরও হামলা চালানো হয়।

এ বিষয়ে চকরিয়া পৌরশহরের ট্রাফিক পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘পুলিশ বক্সে সন্ত্রাসী হামলায় সার্জেন্ট আহতের খবর শুনেছি। এ ব্যাপারে থানার ওসিকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর