তালায় স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

সাতক্ষীরার তালার খালিশখালীতে স্ত্রী কর্তৃক স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরা পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ফিরোজা বেগম (৩৮) কে আটক করেছে।
নিহতের নাম নজির উদ্দীন মোড়ল (৫৬)। তিনি তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের হাজরা পাড়া গ্রামের সুরমানতুল্লাহ’র ছেলে।

খলিশখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান জানান, নিহত নজির উদ্দীন মোড়লের স্ত্রী ফিরোজা বেগম একজন মানসিক ভারসাম্যহীন মহিলা। শনিবার ভোর রাত ৩ টার দিকে তিনি তার তার স্বামীকে ঘুমান্ত অবস্থায় বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পাটকেলঘাটা থানার পুলিশ তার লাশ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, এঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগমকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর